• গল্পনা


    গল্প নয়। গল্পের সংজ্ঞাকে প্রশ্ন করতে চায় এই বিভাগ। প্রতিটি সংখ্যায় আপনারা পাবেন এমন এক পাঠবস্তু, যা প্রচলিতকে থামিয়ে দেয়, এবং নতুনের পথ দেখিয়ে দেয়।


    সম্পাদনায়ঃ অর্ক চট্টোপাধ্যায়
  • সাক্ষাৎকার


    এই বিভাগে পাবেন এক বা একাধিক কবির সাক্ষাৎকার। নিয়েছেন আরেক কবি, বা কবিতার মগ্ন পাঠক। বাঁধাগতের বাইরে কিছু কথাবার্তা, যা চিন্তাভাবনার দিগন্তকে ফুটো করে দিতে চায়।


    সম্পাদনায়ঃ মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায় ও তুষ্টি ভট্টাচার্য
  • ক্রোড়পত্র - কবি সজল বন্দ্যোপাধ্যায়


    শ্রুতি আন্দোলনের অন্যতম পুরোধা কবি সজল বন্দ্যোপাধ্যায়। এই কবির জীবন, ভাবনা এবং বেশ কিছু নির্বাচিত কবিতা নিয়ে এ সংখ্যার বিশেষ ক্রোড়পত্র।


    সম্পাদনায় - অতনু বন্দ্যোপাধায়
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শৌভিক দে সরকার
  • অন্য ভাষার কবিতা


    আমরা বিশ্বাস করি, একটি ভাষার কবিতা সমৃদ্ধ হয় আরেক ভাষার কবিতায়। আমরা বিশ্বাস করি সৎ ও পরিশ্রমী অনুবাদ পারে আমাদের হীনমন্যতা কাটিয়ে আন্তর্জাতিক পরিসরটি সম্পর্কে সজাগ করে দিতে।


    সম্পাদনায় - অর্জুন বন্দ্যোপাধ্যায়
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - সোনালী চক্রবর্তী
  • হারানো কবিতাগুলো - রমিতের জানালায়


    আমাদের পাঠকরা এই বিভাগটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন বারবার। এক নিবিষ্ট খনকের মতো রমিত দে, বাংলা কবিতার বিস্মৃত ও অবহেলিত মণিমুক্তোগুলো ধারাবাহিকভাবে তুলে আনছেন, ও আমাদের গর্বিত করছেন।


    সম্পাদনায় - রমিত দে
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - সব্যসাচী হাজরা
  • দৃশ্যত


    ছবি আর কবিতার ভেদ কি মুছে ফেলতে চান, পাঠক? কিন্তু কেন? ওরা তো আলাদা হয়েই বেশ আছে। কবি কিছু নিচ্ছেন ক্যানভাস থেকে, শিল্পী কিছু নিচ্ছেন অক্ষরমালা থেকে। চক্ষুকর্ণের এই বিনিময়, আহা, শাশ্বত হোক।


    সম্পাদনায় - অমিত বিশ্বাস
  • ধারাবাহিক উপন্যাস


    বঙ্কিমচন্দ্র


    অর্জুন বন্দ্যোপাধ্যায় প্রণীত

Wednesday, July 6, 2016

শুভ আঢ্য

যে চিঠি লেখা হয়নি ফ্রয়েড কে

বাঁধের ধার থেকে টানতে টানতে এসে চুমু
একটা হাত যখন তলপেটে

কি করে
ঈশ্বর, আপনি অধিষ্ঠান করেন তার হাতে!

যে আমাকে বিষের বদলে
ঘর দিয়েছে কোনোদিন

কোনোদিন কাবাব, কোনো দিন পারমিশন

কি করে তার হাতেও
পুতুলের মতো বসে যান!

যে কোনো মৃত্যুর পর
কান্নার বদলে খিদে পায় তার

যে কোনো সম্পর্ক যে রক্ত দিয়ে চেনে
তার মুখেও সূর্যমুখী

মানায়


যে চিঠি লেখা হয়নি ফ্রয়েড কে

জিওগ্রাফি থেকে মাছ যতটা
পেতে পারছে জল

আমার নজর সেদিকেই
কি করে আর আয়তক্ষেত্র খুঁজে
চোখ আঁকবো,

ভাবার কথাতেই
মেয়েটা ফ্রকের গোড়া থেকে নিজেকে

ঘুড়ির মতো করে ছড়িয়ে দিল

তারপর সমস্ত সমান্তরাল রাস্তা
তার সাথে আমার ব্যস্ত অনুপাত

জল পাওয়া মাছ
আধিক্যজনিত রোগে ভেসে ওঠার দিনে

মেয়েটাও আমাকে ছেড়ে গেল

সমাপতন।

তুমি জানতেও পারলে না

  
যে চিঠি লেখা হয়নি ফ্রয়েড কে

দ্রাঘিমারেখার স্বাদ নিতে
কখনও অক্ষরেখাকেই আদতে

পরাজিত হতে হয়।

বিছানাজোড়া একটা কমলালেবু
কোয়া ছাড়ানোর সময় আগের সুখ

ফোকাল লেংথে
একটা ডিপ ফাইন লেগ

কতকাল ভি হয়ে আছে
ইয়ে ভি জাননা না মুমকিন ব্যাটসম্যান কে লিয়ে

দর্শকপ্রিয় একটা মুভি
শেষে হয় দর্শকহীনতায়

নিরক্ষীয় অঞ্চলে একটা উষ্ণতা পরিচলন স্রোতের মত
ঠাণ্ডাও যেমন করে একটা গা
আরেকটা গরম থেকেই যায়

থার্মোমিটার এই কাপলদের অপরিচিত।

তুমি লীন তাপের খোঁজ রাখোনি কোনোদিন



যে চিঠি লেখা হয়নি ফ্রয়েড কে

জ্যামিতি বক্স
একটা ফ্রকের পরিধি মাপজোখ করতে করতেই

প্রথম পনিটেলে হাত পড়ে।

বাৎসল্যজনিত কারণ যোনি অবধি পৌঁছাতে না পারায়
একা হচ্ছে বটতলা

হলুদ, পাতার অভাবে সূর্যপথ পরিক্রমায়
প্লটের শেষে উঠছে একটা কমপ্লেক্সিসিটি

ইনসেস্ট থেকে সরে যাচ্ছে সমাজ
সমাজ থেকে সরে যাচ্ছে আদর

যে আদর প্রকৃত প্রাকৃতিক
বিপর্যয়ের ভয় থেকে

তুমিও তো সরে গেছো, ঝড়ের সময়


My Blogger Tricks

6 comments:

  1. ২নং আর ৪নং, কোন কথা হবেনা চেতনে শুভ। সবটুকু অবচেতনে ঐ তোমার কমলালেবু খোসা ছাড়ানোর মতোই গুনগুন করব

    ReplyDelete
  2. বাহ্‍ শুভ। বেশ ভালো লাগল কবিতাগুলি। তোমার বলার ধরন খুব সুন্দর ভাই।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ যুগান্তর দা :)

      Delete
    2. ধন্যবাদ যুগান্তর দা :)

      Delete