• গল্পনা


    গল্প নয়। গল্পের সংজ্ঞাকে প্রশ্ন করতে চায় এই বিভাগ। প্রতিটি সংখ্যায় আপনারা পাবেন এমন এক পাঠবস্তু, যা প্রচলিতকে থামিয়ে দেয়, এবং নতুনের পথ দেখিয়ে দেয়।


    সম্পাদনায়ঃ অর্ক চট্টোপাধ্যায়
  • সাক্ষাৎকার


    এই বিভাগে পাবেন এক বা একাধিক কবির সাক্ষাৎকার। নিয়েছেন আরেক কবি, বা কবিতার মগ্ন পাঠক। বাঁধাগতের বাইরে কিছু কথাবার্তা, যা চিন্তাভাবনার দিগন্তকে ফুটো করে দিতে চায়।


    সম্পাদনায়ঃ মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায় ও তুষ্টি ভট্টাচার্য
  • ক্রোড়পত্র - কবি সজল বন্দ্যোপাধ্যায়


    শ্রুতি আন্দোলনের অন্যতম পুরোধা কবি সজল বন্দ্যোপাধ্যায়। এই কবির জীবন, ভাবনা এবং বেশ কিছু নির্বাচিত কবিতা নিয়ে এ সংখ্যার বিশেষ ক্রোড়পত্র।


    সম্পাদনায় - অতনু বন্দ্যোপাধায়
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শৌভিক দে সরকার
  • অন্য ভাষার কবিতা


    আমরা বিশ্বাস করি, একটি ভাষার কবিতা সমৃদ্ধ হয় আরেক ভাষার কবিতায়। আমরা বিশ্বাস করি সৎ ও পরিশ্রমী অনুবাদ পারে আমাদের হীনমন্যতা কাটিয়ে আন্তর্জাতিক পরিসরটি সম্পর্কে সজাগ করে দিতে।


    সম্পাদনায় - অর্জুন বন্দ্যোপাধ্যায়
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - সোনালী চক্রবর্তী
  • হারানো কবিতাগুলো - রমিতের জানালায়


    আমাদের পাঠকরা এই বিভাগটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন বারবার। এক নিবিষ্ট খনকের মতো রমিত দে, বাংলা কবিতার বিস্মৃত ও অবহেলিত মণিমুক্তোগুলো ধারাবাহিকভাবে তুলে আনছেন, ও আমাদের গর্বিত করছেন।


    সম্পাদনায় - রমিত দে
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - সব্যসাচী হাজরা
  • দৃশ্যত


    ছবি আর কবিতার ভেদ কি মুছে ফেলতে চান, পাঠক? কিন্তু কেন? ওরা তো আলাদা হয়েই বেশ আছে। কবি কিছু নিচ্ছেন ক্যানভাস থেকে, শিল্পী কিছু নিচ্ছেন অক্ষরমালা থেকে। চক্ষুকর্ণের এই বিনিময়, আহা, শাশ্বত হোক।


    সম্পাদনায় - অমিত বিশ্বাস
  • ধারাবাহিক উপন্যাস


    বঙ্কিমচন্দ্র


    অর্জুন বন্দ্যোপাধ্যায় প্রণীত

Wednesday, July 6, 2016

শান্তনু বেজ

  পৃথিবী ডায়ালে বাসিন্দা ভার্চুয়ালে

কনিষ্ক যখন মাথায় 

মা গু র লেগে আছে মু খে
ধুয়ে নেওয়ার পর জাহাজের বাসিন্দা
লাট্টু দূরে  লাটাই 
খবর আনতে পলক বজায়
জানালা পেরোতে পে  রো  তে
কয়েকটা রঙ হাতে পায়ে আলপনা
কয়েকটা আলপিন

কর্ণ তখন কালিতে

চাদরে চাদরে একদিন বা ড়ি ম য়
বিরাট ঠাকুমার নরম ঠোঁট
সবাই জড়িয়ে আছে আবহাওয়া
মা ধরে আছে দাবা নল
বাবার হাতে পুরনো রক্তের বোতল
গন্ধরাজ নাকে চেপে খুন করছে কিলার

হসপিটালের কাছে  লামা

ভীড় ট্রেনে প্রকৃত বন্ধু
সে বলছে এখানে চারজন আছে
বাকি সব সেলাই সেলাই
দাগ               দাগ দেখা যাচ্ছে
বাহির             ভিতর             হকার   গৌতমবুদ্ধ
বাকিটুকু লিচুর পাতা কেনা

এখন অপারেশনে চ্যাপলিন

বালিশের উপর গরমে চলে গ্যাছে চ্যাপলিন
ধু-ধু আলমারীর ভিতরে বৃষ্টি চাওয়া যায়না
তবে দরজা বন্ধের আওয়াজ হোক
হুসস করে বেরিয়ে আসুক নবীন চন্দ্র বাচ্চা
মাথার উপর নির্বাচিত টুপি
লেখা থাকে যেন
রোদ বাড়লে তাবিজ  খোলা মানা

লালনসুরে মিকি কাঁদছে

বিশ্বের জল ঝড়ে পছে ঘুড়িতে
ভিজে যাচ্ছে কঠিন কোমলমতি মাঞ্জা
ছেলেটির লালন ঝিমিয়ে
তার সুডৌল বিড়াল কুড়িয়ে আনছে
পালিত হচ্ছে ছাদ-টবের  মৃত্যুদণ্ড

লেট খাজাঞ্চীর প্রবেশ 

স্বল্পদৈর্ঘ্যের চন্দ্রবিন্দু মাপছে অল ইন্ডিয়া
রিপোর্টে এখন কুতুবমিনারের প্রথম সংস্করণ
পুলিশ প্রাচীন দৃশ্যের কাছে গর্ত খুলেছে
 ঠাকুরের চিলেকোঠায় মুঘল পাঠক
তারা মিশ করছেন  রবীন্দ্ররাগ
চন্দ্রবিন্দু স্কেলের বদলে চাঁদা ব্যবহার করছে

তখন রি-ভৃগু যখন রিকাস্টিং

শনির সাউন্ড ভালো
এটা লেখা ছিল কিলোমিটারে
তারপর প্রচন্ড বিজ্ঞাপন
একটা জন-অপ্রিয় রুগ্ন লাগলো
শয়তানের ম্যানিফেস্টোর থেকে আলাদা
বাজিমাত করল সিউডো-ঈশ্বর যন্ত্রণা

রিভিউ তখন  বাদামের কবি

টের পাওয়া বাদামের খোসা শব্দ
কাঠবিড়ালি গাছের চিন্তায় জাপটে আছে সহ্য
প্রিয় গাছবিড়াল নড়াচড়া করোনা
মরা পাতাটির গায়ে লেগে যাবে
বাদামের খোসা-সঙ্গ
তার দু লাইন কবিতা লেখা বাকি আছে

যখন ডিরেক্টর ডিম ভাঙছেন

পোষ্টারের নিচে ঝুলছে মৃত উট
একটা পুরনো ইনজেকশন  সিরিঞ্জ পড়ে আছে
নমুনা রক্তটি ডিমের
তাহলে স্ক্রিপ্টে কিছু ভুল আছে
হে প্রচ্ছদ তুমি ঘুরে দাঁড়িও না
প্রস্বাব আমি চাইনা
তোমার হাত দেখালে ডিমের উৎস বলতে হবে

ভার্চুয়াল শান্তনু বিচ্ছিন্ন বেজ

বন্ধুর সেক্সের গল্পে অভিজ্ঞতায়
আমার ভার্চুয়াল নড়াচড়া
বেশ্যার ঘরেই ইশারা শেষ
অসৎ যৌনকর্মী হয়ে ফেরা
আমার লিঙ্গময় কাঠফাটা
তোমার  কাঠফুল


প্রচ্ছদে চিকেন রক্তে কাগজের নৌকা


My Blogger Tricks

9 comments:

  1. চ্যাপলীন থেকে লীন তাপ পাচ্ছি এখনও, তবে নাম ও পদবীর মাঝে কোনো বিচ্ছিন্নতা বরদাস্ত করছি না :) দারুণ

    ReplyDelete
  2. চ্যাপলীন থেকে লীন তাপ পাচ্ছি এখনও, তবে নাম ও পদবীর মাঝে কোনো বিচ্ছিন্নতা বরদাস্ত করছি না :) দারুণ

    ReplyDelete
  3. শান্তনু কবিতায় শব্দে শব্দে নতুন ভুবন তৈরি করতে চায়। এখানেও তার সূত্র ও সুর খুঁজে পেলাম। বেশ লাগল পড়তে কবিতাগুলি। এভাবেই শান্তনুর কবিতাভুবনের বেড়ে ওঠা দেখতে চাই।

    ReplyDelete
  4. তখন রি-ভৃগু যখন রিকাস্টিং

    ReplyDelete
  5. যেখানে সব কথার গিয়ে শেষ হয়ে যায় । সেখান থেকেই শুরু করলে তুমি । সব মিলেমিশে একাকার হয়ে গেলো । তাই আর আলাদা করলাম না ।

    ReplyDelete
  6. Unknown coment টা আমার শান্তনু - পার্থ কুণ্ডু

    ReplyDelete
  7. Unknown coment টা আমার শান্তনু - পার্থ কুণ্ডু

    ReplyDelete
  8. যেখানে সব কথার গিয়ে শেষ হয়ে যায় । সেখান থেকেই শুরু করলে তুমি । সব মিলেমিশে একাকার হয়ে গেলো । তাই আর আলাদা করলাম না ।

    ReplyDelete
  9. প্রতিটি লেখাতেই ট্রিগার আছে, প্রতিটি লেখার শেষ লাইন থেকে আবার শুরু করা যেতে পারে, খুব ভালো লাগলো

    ReplyDelete