• গল্পনা


    গল্প নয়। গল্পের সংজ্ঞাকে প্রশ্ন করতে চায় এই বিভাগ। প্রতিটি সংখ্যায় আপনারা পাবেন এমন এক পাঠবস্তু, যা প্রচলিতকে থামিয়ে দেয়, এবং নতুনের পথ দেখিয়ে দেয়।


    সম্পাদনায়ঃ অর্ক চট্টোপাধ্যায়
  • সাক্ষাৎকার


    এই বিভাগে পাবেন এক বা একাধিক কবির সাক্ষাৎকার। নিয়েছেন আরেক কবি, বা কবিতার মগ্ন পাঠক। বাঁধাগতের বাইরে কিছু কথাবার্তা, যা চিন্তাভাবনার দিগন্তকে ফুটো করে দিতে চায়।


    সম্পাদনায়ঃ মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায় ও তুষ্টি ভট্টাচার্য
  • ক্রোড়পত্র - কবি সজল বন্দ্যোপাধ্যায়


    শ্রুতি আন্দোলনের অন্যতম পুরোধা কবি সজল বন্দ্যোপাধ্যায়। এই কবির জীবন, ভাবনা এবং বেশ কিছু নির্বাচিত কবিতা নিয়ে এ সংখ্যার বিশেষ ক্রোড়পত্র।


    সম্পাদনায় - অতনু বন্দ্যোপাধায়
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শৌভিক দে সরকার
  • অন্য ভাষার কবিতা


    আমরা বিশ্বাস করি, একটি ভাষার কবিতা সমৃদ্ধ হয় আরেক ভাষার কবিতায়। আমরা বিশ্বাস করি সৎ ও পরিশ্রমী অনুবাদ পারে আমাদের হীনমন্যতা কাটিয়ে আন্তর্জাতিক পরিসরটি সম্পর্কে সজাগ করে দিতে।


    সম্পাদনায় - অর্জুন বন্দ্যোপাধ্যায়
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - সোনালী চক্রবর্তী
  • হারানো কবিতাগুলো - রমিতের জানালায়


    আমাদের পাঠকরা এই বিভাগটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন বারবার। এক নিবিষ্ট খনকের মতো রমিত দে, বাংলা কবিতার বিস্মৃত ও অবহেলিত মণিমুক্তোগুলো ধারাবাহিকভাবে তুলে আনছেন, ও আমাদের গর্বিত করছেন।


    সম্পাদনায় - রমিত দে
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - সব্যসাচী হাজরা
  • দৃশ্যত


    ছবি আর কবিতার ভেদ কি মুছে ফেলতে চান, পাঠক? কিন্তু কেন? ওরা তো আলাদা হয়েই বেশ আছে। কবি কিছু নিচ্ছেন ক্যানভাস থেকে, শিল্পী কিছু নিচ্ছেন অক্ষরমালা থেকে। চক্ষুকর্ণের এই বিনিময়, আহা, শাশ্বত হোক।


    সম্পাদনায় - অমিত বিশ্বাস
  • ধারাবাহিক উপন্যাস


    বঙ্কিমচন্দ্র


    অর্জুন বন্দ্যোপাধ্যায় প্রণীত

Wednesday, July 6, 2016

অনন্যা বন্দ্যোপাধ্যায়


গাছের সিরিজ

১)
ওখানে নতুন কিছু নাই,
যেন খিড়কিতে না আসে,
পানিফল না খায়,
বৃষ্টির ছাট ওর মুখে এসে ডানা না বাঁধে,
ফোটা ফোটায় লুকিয়ে না থাকে
কোনো সালোয়ার,
গাছ
তুমি ওকে বলে দিও প্লিজ
ও যেন কোনোদিন সব্জে না পরে, লাল
টিপ গায়ে মেখে রোদ্দুরে না দাঁড়ায়,
আমি ক্ষতবিক্ষত চোখে ওকে দেখতে না পাই
গাছ তুমি জেনে যাও প্লিজ
যেখানে পৃথিবী ছায়াময় হয়েছে
সেখানে একটা কুটির বেধে দিও
দেখো
ও বড়ো শান্তিতে ঘুমায়

২)
গাছ তুমি নিঃশব্দ শোনো?
শব্দ দেখেছো কখনো?
দেখেছো
কিভাবে রাজার সিংহ ঘোড়াতে ধরা দেয়
কিভাবে মেঝেতে পালোয়ান পড়ে থাকে প্রজাপতি ভর করে
শালিকে সালুক জড়ায়
গাছ
তুমি বরং রঙ মেখে বসো
দেখতে সুবিধা হয়।

৩)
গাছ,
আমার একটা বন্দুক ছিলো একদিন ভোরে উঠে দেখি সে পুড়ছে
আগুনে বন্দুকে এমন যে কোলাকুলি হয়
আমি জানতুম না,
শুধোলাম হ্যাঁ রে বন্দুক পুড়ছিস তোর জ্বলছে না?
বন্দুকের হাসিতে খলখল সারা ঘর উত্তর দিলো
বোকা, শিকড় জ্বালালে শিখারা আলতো হয়ে আসে
তখন শুধু আলো দেখা যায়,
তুই আলো দেখছিস।
এমনই বুঝি হয়?
আচ্ছা গাছ
তুমিতো অনেক যু্দ্ধ দেখলেতালপাতার সেপাই দেখলে
কার বেশি কষ্ট হয়?
আগুনের না বন্দুকের?


৪)
গাছ
তুমি কখনো বৃষ্টি দেখলেনা
তোমার সবুজে বৃষ্টি পড়েনি বহুকাল
গাছ
পাতার খবর কাগজে মেলেনা
ভুড়ি ভুড়ি স্টীমার মিলে নদী পারাপার দেখেছি
কিভাবে খেয়ালেরা আচমকা বাড়ি ভেঙে দেয় দেখেছি
তবে
কি ভাবে সমুদ্র পাহাড় হলো আমার জানা নেই
কিভাবে মৎস্যকন্যা বিবাহে বসবে আমার জানা নেই
মাঝে মাঝে ভাবি
এই জানা না জানা গুলো যদি পর্দা হয়ে থাকতো
মাঝে মাঝে দমকা হাওয়ায় উড়ে যেত
আবার সময় হলে সময়ে এসে বসতো...
গাছ
সময় কোথায় থাকে 
সময়েরও কি বাসা বদল হয়?                                                                                                     




My Blogger Tricks

0 comments:

Post a Comment